আলতাফ মাহমুদ সভাপতি-কুদ্দুস আফ্রাদ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জানুয়ারি, ২০১৪ ২৩:১৪:০৪

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে আলতাফ মাহমুদ-কুদ্দুস আফ্রাদ পরিষদ বিজয়ী হয়েছে। ডিইউজের একাংশের দ্বি-বার্ষিক এ নির্বাচনে আলতাফ-আফ্রাদ পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। মোট দুই হাজার ৫৩১ ভোটের মধ্যে ভোট পড়েছে এক হাজার ৬১২টি।
১৯টি পদের মধ্যে মাত্র দুইটি পদে জয় পেয়েছে বর্তমান সভাপতি ওমর ফারুক-সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বাধীন পরিষদ।
এর মধ্যে সভাপতি প্যানেলে আলতাফ মাহমুদ (প্রধান বার্তা সম্পাদক, দৈনিক ডেসটিনি) এক হাজার ১০ ভোট ও ওমর ফারুক ৫৫৮ ভোট পেয়েছেন। এতে আলতাফ মাহমুদ ৪৫২ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক প্যানেলে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি) ৮২২ ভোট এবং শাবান মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) ৭৪৬ ভোট পেয়েছেন। ৭৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক গাজী জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহানা শিউলী, সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক রফিক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, জনকল্যাণ সম্পাদক মো. মেহেদী হাসান, দফতর সম্পাদক জিএম মাসুদ ঢালী।
এছাড়া নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন-অনুপ খাস্তগীর, অমিয় ঘটক পুলক, আকতার হোসেন, আবুল কালাম, আশীষ কুমার সেন, ইব্রাহিম খলিল খোকন, পলি খান, মামুন আবেদীন এবং শফিউদ্দিন আহমেদ বিটু।
(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এজে)