logo ১৫ মে ২০২৫
ব্লিটজ সম্পাদক শোয়েবের ৭ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জানুয়ারি, ২০১৪ ১২:৪৪:২৫
image

ঢাকা: লিখিত বিবৃতির মাধ্যমে দেশের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টার অভিযোগে ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।


দণ্ডবিধির ৫০৫ (ক) ধারায় ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শোয়েবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।


আসামি শোয়েবের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস ও মাহবুবুর রহমান রানা জানান, মামলাটিতে আসামির বিরুদ্ধে রাষ্টদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র করা, ধর্মীয় বিশ্বাসকে অবমানার চেষ্টা এবং লিখিত বিবৃতির মাধ্যমে দেশের নিরাপত্তা ও বিদেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার চেষ্টার অভিযোগ ছিল। কিন্তু আদালত লিখিত বিবৃতির মাধ্যমে দেশের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টার অভিযোগে দণ্ড দিয়েছেন। তারা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।


২০০৪ সালের ২৪ জানুয়ারি রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৯ নভেম্বর ইসরায়েলে যাওয়ার পথে শোয়েবকে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ৫৪ ধারায় শোয়েবকে আটক করে। ওই সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস’ সম্মেলনে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপিও উদ্ধার করা হয়।


২০০৩ সালের ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন হওয়ার কথা ছিল। উক্ত ভাষণে বাংলাদেশে আল-কায়দাসহ ইসলামী জঙ্গিবাদী সংগঠনের তৎপরতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিন লাদেন, ইয়াসির আরাফাত ও সাদ্দামের পক্ষে যুদ্ধ করতে জিহাদের শিক্ষা দেয়া হয় বলেও উল্লেখ করা হয়।


পরে ২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হানিফ তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। ২০০৫ সালের ৯ জানুয়ারি মামলাটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগ গঠন করা হয় ২০০৬ সালের ১৩ নভেম্বর।


২০১৩ সালের ২৭ অক্টোবর পর্যন্ত আদালত মামলাটিতে রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গহণ শেষ করেন।


(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এএম/আরজে/এজে)