logo ১৫ মে ২০২৫
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি, ২০১৪ ১৮:১৫:৫৩
image


মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার তারা নতুন দায়িত্ব নেন।

গত বছরের ১৮ ডিসেম্বর প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে গোপন ভোটের মাধ্যমে সভাপতি পদে শহীদ ই হাসান তুহিন (জিটিভি ও যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক পদে কাজী সাবিবর আহমেদ দীপু (দৈনিক বর্তমান) নির্বাচিত হন।

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সহসভাপতি পদে মো. মাহবুবুর রহমান (আমার দেশ), যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশীদ খোকা (সমকাল), কোষাধ্যক্ষ পদে সোনিয়া হাবিব লাবনী (বাংলাভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুজন হায়দার জনি (দেশ টিভি ও আলোকিত বাংলাদেশ), তথ্য, ত্রাণ ও কল্যাণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর (এটিএননিউজ), ক্রীড়া সম্পাদক পদে শেখ মো. রতন (বাংলাদেশ সময়), কার্যকরী সদস্য পদে যথাক্রমে মঞ্জুর মোর্শেদ (ইনকিলাব), আরিফ উল ইসলাম (যুগান্তর), মাহাবুব আলম বাবু ( আমাদের সময়), মঈনউদ্দিন সুমন (এনটিভি) ও মো. গোলজার হোসেন (দিনকাল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/প্রতিনিধি/এমআর)