logo ১৫ মে ২০২৫
আ.লীগ বেসামাল হয়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৩ ১৮:১০:০৭
image

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজী বলেছেন, ‘আওয়ামী লীগের ইতিহাস ফ্যাসিবাদী ও বাকশালী ইতিহাস। সময় শেষ হয়ে আসায় আওয়ামী লীগ একটু বেশি বেসামাল হয়ে পড়েছে।


সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রসঙ্গে রুহুল আমীন গাজী বলেন, ‘কোন অধিকারে আপনি কাল থেকে আজ পর্যন্ত প্রেসক্লাবে আছেন। গঠনতন্ত্র অনুযায়ী আপনি এখন আর প্রেসক্লাবের সদস্য নন। আপনি তো কাল ও আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকার কথা। কিন্তু আপনি প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাজে নাক গলাচ্ছেন। এটি করবেন না। এতোদিন তামাশা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর এখন করছেন প্রেসক্লাবে। সমাবেশ করলাম আমরা, ঢিল খেলাম আমরা আর আহত হলেন আপনি এটা কোন ধরনের তামাশা?’


ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনি শুধু এ আন্দোলনকে পণ্ড করেননি, একটি ঐকবদ্ধ আন্দোলনকে পণ্ড করেছেন। এর পরই আপনি প্রধানমন্ত্রীর তথ্য উদেষ্টা হয়েছেন। মুক্তিযুদ্ধ নিয়ে আপনি আর কোনো কথা বলবেন না, কারণ আপনি একাত্তরে পাকিস্তান সরকারের অধীনে চাকরিরত ছিলেন, আপনি মুক্তিযুদ্ধ করেননি। শেষ পর্যন্ত আপনি আওয়মী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি।’


রুহুল আমীন গাজী বলেন, ‘দেশের সব বাস, লঞ্চ ও ট্রেন বন্ধ করে রেখেছে সরকার। যেখানে সরকারের দেশ সচল রাখার কথা, সেখানে তারাই দেশ অচল করে রেখেছে। আমরা গতকাল ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে বলেছিলাম কিন্তু সরকার তা করেনি। একই দাবিতে আগামীকাল সকাল ১১টায় সমাবেশ করা হবে।’


সমাবেশে অন্যদের মধ্যে বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/ টিএ/এজে)