প্রেসক্লাবে সাংবাদিকদের পাল্টাপাল্টি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৩ ১২:৩৮:৩৮

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি সাংবাদিকরা পাল্টাপাল্টি সমাবেশ করছেন। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামীপন্থি সাংবাদিকদের সমাবেশ শুরু হয়। এ সময় উপস্থিত রয়েছেন- সাবান মাহমুদ, ওমর ফারুক প্রমুখ সাংবাদিকরা।
এদিকে, বেলা ১২টার পর শুরু হয় বিএনপিপন্থি সাংবাদিকদের সমাবেশ। সমাবেশে উপস্থিত রয়েছেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। প্রেসক্লাব ক্যাম্পাসের ভেতরে অল্প দুরত্বে এই দুটি সমাবেশ হলেও কোনো ধরণের বিশৃঙ্খলা হচ্ছে না। সমাবেশ দুটি হচ্ছে শান্তিপূর্ণ।
প্রসঙ্গত, রবিবার ১৮ দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসির প্রথম দিনে প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিকদের ওপর হামলা করে আওয়ামী লীগের বিক্ষোভকারীরা। সোমবার সকাল থেকেই উভয়পক্ষের সাংবাদিকরা প্রেসক্লাবে হাজির হতে থাকে। কথা কাটকাটির একপর্যায়ে তাদের উত্তেজনাও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পাল্টাপাল্টি সমাবেশ করে তারা।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এএসএ)