প্রেস ক্লাবের সদস্যপদ উন্মুক্ত করার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৩ ১৮:৫০:০২

ঢাকা: প্রেস ক্লাবের সদস্যপদ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। যোগ্য ব্যক্তিদের আগামী দুই সপ্তাহের মধ্যে সদস্যপদ না দেওয়া হলে তালিকা তৈরি করে তাদের সদস্যপদ দেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএফইউজে এবং ডিইউজের একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী এ দাবি জানান।
ক্লাবের পতাকার পাশে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, প্রেস ক্লাব কর্তৃপক্ষ আগামীকাল থেকে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা না করলে তারাই পতাকা উত্তোলন করবেন।
ইকবাল সোবহান বলেন, প্রেস ক্লাব কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের জায়গা নয়। একটি নির্দিষ্ট দল দীর্ঘদিন ধরে স্থায়ী মঞ্চ তৈরি করে বন্ধ মিডিয়া খুলে দেওয়ার নাম করে আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রেস ক্লাব প্রাঙ্গণকে কলঙ্কিত করছে। তাদের অবিলম্বে প্রেস ক্লাব প্রাঙ্গণ ছেড়ে বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি।
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সমর্থিত সাংবাদিক নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনের জন্য তাদের আহ্বান জানালেও তারা সাড়া দেননি। বরং এই আন্দোলনের নামে তারা বিএনপির এজেন্ডার বাস্তবায়নের পক্ষে কাজ করেছেন।
ডিইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বিএফইউজের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, সাবেক জনকল্যাণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।
(ঢাকাটাইমস/ ৩০ ডিসেম্বর/ টিটি/জেডএ.)