logo ১৫ মে ২০২৫
কথাবন্ধু খুঁজছে রেডিও হৈচৈ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটইমস
২৮ ডিসেম্বর, ২০১৩ ২১:৪৩:৫১
image

ঢাকা: তরুণ তরুণীদের আরজে হওয়ার স্বপ্ন পূরণে ইন্টারনেট রেডিও হৈচৈ নতুন একটি ইভেন্ট চালু করেছে। ইভেন্টির মাধ্যমে নতুন ‘কথাবন্ধু’ খুঁজছে রেডিও হৈচৈ।  আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই নতুন কথাবন্ধু খোঁজার প্রক্রিয়া। যাদের আরজেগিরি করার স্বপ্ন রয়েছে তাদের CV/Resume মেইল করতে পারেন এই ঠিকানায় ([email protected])।


এবারের স্লোগান হচ্ছে- ‘Do you have the dream to do Rjgiri’। ইভেন্টির মিডিয়া পার্টনার হচ্ছে অনলাইন ওয়েব পোর্টাল ঢাকাটাইমস২৪ ডটকম।


ইভেন্টির সমন্বয়ক ও রেডিও হৈ চৈ এর আরজে মেঘা জানান, বর্তমানে অনেক তরুণ-তরুণীরই আরজে হওয়ার স্বপ্ন থাকে। তাদের স্বপ্ন পূরণেই রেডিও হৈ চৈ এগিয়ে এসেছে। নতুন কথাবন্ধু খোঁজা ও তাদের আরজে হওয়ার স্বপ্ন পূরণ করাই  ইভেন্টির মূল উদ্দেশ্য।


রেডিও হৈচৈ একটি ইন্টারনেট রেডিও। ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারি এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় এবং ওই বছরের ১ জুলাই অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভিন্নধর্মী অনুষ্ঠান এবং আকর্ষণীয় ওয়েবপেজের কারণে খুব কম সময়েই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে রেডিও হৈচৈ।


(ঢাকাটাইমস/২৮ ডিসেম্বর/জেডএ.)