ঢাকা: শেখ হাসিনা জাতির জন্য ক্যান্সার। এই ক্যান্সারের যতদিন মুলোৎপাটন করা যাবে না ততোদিন জাতির কোন শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের মহাসচিব শওকত মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্ত্বরে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এই বিক্ষোভ সমাবশের আয়োজন করে।
শওকত মাহমুদ বলেন, শেখ হাসিনাকে এই ক্যান্সারের জীবনু ছড়ানোর দায়ে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং পায়ে শিকল পড়তে হবে। তিনি ভাত ও ভোটের অধিকারের কথা মুখে বললেও ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের অধিকার সম্পূর্ণ হরণ করছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশ আজ কেলেংকারির দেশ। হলমার্ক, ডেসটিনি, পদ্মাসেতুসহ বিভিন্ন কেলেংকারি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে কেলেংকারির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সরকার।
তিনি বলেন, যারা ভবছেন ৫ জানুয়ারির পর বাংলাদেশ তাদের হয়ে যাবে, তারা বোঝেনি এই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের টাকায় কেনা অস্ত্র ব্যবহার হচ্ছে আমাদের উপরেই। এর ন্যাক্কারজ্জ্বনক আর কী হতে পারে।
গণততেন্ত্রর মুক্তির জন্য এই আন্দোলন চলবে বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডিইউজে একাংশের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
(ঢাকা টাইমস/২৪ডিসেম্বর/টিএ/এএসএ)