ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির খবরটি দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ গুরুত্ব পেয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করার পর সিএনএন, বিবিসি ও আল জাজিরার মতো গণমাধ্যমগুলো খবরটিকে প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করে। ব্রেকিং নিউজ হিসেবে খবরটিকে গুরুত্ব দেয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
মিশর থেকে প্রকাশিত গণমাধ্যম আল-আহরাম, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত গণমাধ্যম সিএনন, পাকিস্তান থেকে প্রকাশিত গণমাধ্যম দ্য ডন, ভারত থেকে প্রকাশিত গণমাধ্যম আনন্দবাজার ও দ্য টাইমস অব ইন্ডিয়া সহ বিশ্বের আরো বিভিন্ন গণমাধ্যমে তৎক্ষণাত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার খবর প্রকাশ করে।
এর আগে রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে এম্বুলেন্স করে পুলিশ, র্যাব ও বিজিবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুরের উদ্দেশে। সেখানে সদরপুরের আমিরাবাদে নিজ গ্রামে দাফন করা হবে মানবতাবিরোধী এই অপরাধীকে।
(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল/ এইচএফ/১২.৪৪ঘ.)