একদলীয় শাসন ব্যবস্থায় জনগণ অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৩ ১৮:১১:২২

ঢাকা: আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসনব্যবস্থা বাংলাদেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমীন গাজী।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত ‘নির্দলীয় সরকারের দাবি’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল আমীন গাজী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে আপনি ক্ষমতায় থাকার চক্রান্ত করছেন। একদলীয় শাসনব্যবস্থায় দেশ ও রাষ্ট্রের মানুষকে আবদ্ধ করে ক্ষমতা পাকাপোক্ত করতে চাচ্ছেন। আপনার এ স্বপ্ন কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
‘বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে’ আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফের এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের তৈরি ও পাতানো ট্রেনে বিএনপি উঠবে না। যে ট্রেন বাংলাদেশের মানুষের জন্য তৈরি হয়েছে সে ট্রেনে ১৮ দলীয় জোট উঠবে।’
জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহল আমীন গাজী বলেন, ‘চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে এসেছেন। এখনো সময় আছে তিনি থাকা অবস্থায় সমঝোতায় আসুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।’
সভাপতির বক্তব্যে সংগঠনের মহাসচিব ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দেশের মানুষ রাজপথে নেমে এসছে। সাধারণ মানুষের পাশাপাশি দেশের আইনজীবীরাও এখন রাজপথে অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ‘মানুষ কী চায় তা সরকারকে বুঝতে হবে। এদেশের মানুষ একটিমাত্র অধিকার চায় তা হচ্ছে ভোটের অধিকার। এ অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা।’
দেশের মানুষের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আয়োজক সংগঠনের মহাসচিব ও ঢাকা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল হক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ বক্তব্য দেন।
(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/কেএস/এজে)