বিজয় টিভির বার্তা প্রধান হলেন রফিকুল জামাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
০৫ ডিসেম্বর, ২০১৩ ২০:৪৯:৩৫
ঢাকা: বিজয় টিভির বার্তা প্রধান হিসেবে যোগদান করেছেন সৈয়দ রফিকুল জামাল। গতকাল বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার তিনি তার কর্মস্থলে কাজ করেন।
এর আগে তিনি মাই টিভির বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার আগে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
বিজয় টিভিতে যোগদান প্রসঙ্গে তিনি এই প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন মাই টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছি। দেশ ও জনগণের চাহিদাকে সামনে রেখেই কাজ করার চেষ্টা করেছি। এবার নতুন চ্যালেঞ্জ। আশা করছি, বিজয় টিভি সাধারণ মানুষের কণ্ঠ তুলে ধরবো।
(ঢাকাটাইমস/০৬ ডিসেম্বর/এমএম/এজে)