হাসিনার পরিণতি হবে এরশাদের চেয়ে ভয়াবহ: গাজী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৩ ১৫:০৬:২৫
![image]()
ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, সরকার রক্তের হুলি খেলায় মেতে উঠেছে। আইয়ুব খান, ই্য়াহিয়া, স্বৈরাচার এরশাদও এ খেলায় খেলোয়াড় ছিলেন। তাদের পতন হয়েছে। হাসিনা সরকারকেও একই পরিণতি ভোগ করতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রুহুল আমিন গাজী বলেন, শেখ হাসিনাকে হটাতে না পারলে গণমাধ্যমের মুক্তি মিলবে না। তাই হাসিনা সরকারের পতন ছাড়া সাংবাদিকরা ঘরে ফিরে যাবে না।
সরকারকে হুমকি দিয়ে আবদুল হাই সিকদার বলেন, আওয়ামী লীগের কারণে বার্ন ইউনিটে শত শত মানুষ আর্তনাদ করছে।
তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আগেই সকল গণমাধ্যম খুলে যাবে। গণমাধ্যম খুলতে আমরা এমন আন্দোলনে যাবো, যাতে সরকারের ঘুম হারাম হয়ে যায়।
এই সরকারের কাছে মাহমুদুর রহমানের মুক্তি চাওয়া বোকামি মন্তব্য করে তিনি বলেন, এই সরকারকে গদি থেকে নামিয়েই মাহমুদুর রহমানকে মুক্ত করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সাংবাদিকরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কদম ফোয়ার ঘুরে আবার প্রেসক্লাবের সমানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সহসভাপতি আমিনুল ইসলা্ম কাগজি, প্রেসক্লারের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল হোসেন, ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/টিএ/এএএস)