logo ১৫ মে ২০২৫
বিরোধীদলকে সংঘাত পরিহার করার আহ্বান সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৩ ১৫:৪৯:৫০
image

ঢাকা: দেশে সহিংসতা, জ্বালাও পোড়াও, মানুষ হত্যা ও সংঘাতে পথ পরিহার করে বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।  মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ‘সারাদেশে আগুনে পুড়িয়ে মানুষ মারা বন্ধ কর’ শীর্ষক মানববন্ধনে নেতারা এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিরোধী দলকে সংঘাত সহিংসতার পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, সংঘাত ও সহিংসতা পরিহার করে নির্বাচনে আসুন, নির্বাচন ছাড়া গণতন্ত্রে ক্ষমতা হস্তান্তরের কোন বিকল্প পথ নেই।


তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, পুলিশের ওপর হামলা, সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলা চলছে। এটা কেমন গণতন্ত্র?


বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সোবহান চৌধুরী বলেন, এভাবে মানুষ মারার কর্মসূচি দিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন না।


সাংবাদিক গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আজ সাংবাদিকদের পুলিশ চোর ডাকাতের মত টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তাদের রিমান্ডে নেয়া হচ্ছে। যে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং যিনি তাদের রিমান্ড দিয়েছে তাদের প্রতি ধিক্কার জানাই’।


ফেডারেল সাংবাদিক ইউনিয়নে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, দেশে গনতন্ত্রের নামে যে জ্বালাও পোড়ায়ের রাজনীতি চলছে তাকে রাজনীতি বলা যায়না। তিনি বলেন, যখন দেশের মানুষকে পোড়ানো হয়, যানমালের ক্ষতি সাধন করা হয়, তখন আমরা সাংবাদিক সমাজ বসে থাকতে পারিনা। এটা কোন রাজনীতি নয়,এটা সন্ত্রাস। 


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি (ডিইউজে) কাজী রফিক, সিনিয়র সাংবাদিক রহমান মোস্তাফিজ,সাংগঠনিক সম্পাদক (ডিইউজে)সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।


(ঢাকাটাইমস/ ৩ ডিসেম্বর/টিএ/এসকে/ঘ.)