logo ১৫ মে ২০২৫
ডিআরইউর এজিএম অনুষ্ঠিত,নির্বাচন কাল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৯ নভেম্বর, ২০১৩ ১৭:০৭:৩৪
image

ঢাকা: ঢাকায় কর্মরত সাংবাদিকদের  সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হয়।  দিনব্যাপী অনুষ্ঠানে সদস্যদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।এছাড়া সদস্যদের মধ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিআরইউ ভবনে নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন আজমল হক হেলাল ও শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান ও শেখ মামুনুর রশীদ। সহ-সভাপতি পদে মো. এনামুল হক, রফিকুল ইসলাম আজাদ, প্যাট্রিক ডি’কস্তা ও আশীষ কুমার দে। যুগ্ম সম্পাদক পদে শরীফুল ইসলাম ও সৈয়দ শুক্কুর আলী শুভ।

সাংগঠনিক সম্পাদক পদে তিন প্রার্থী হলেন মিথুন কামাল, মুরসালিন নোমানী ও উম্মুলওয়ারা সুইটি। নারী বিষয়ক সম্পাদক পদে আইরিন নিয়াজী মান্না ও সৈয়দা লুৎফা শাহানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুজ্জামান কাজল ও হাসান আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন ও আহমেদ সিরাজ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান শিপু। এছাড়া সাতটি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছে।


(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এমএইচ/জেডএ.)