ঢাকা: গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়েছে ভারতের তেহেলকা ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক তেজপাল। শুক্রবার সকালে তেজপালের দিল্লির বাসভবনে হানা দেয় পুলিশ। কিন্তু বিষয়টি বুঝতে পেরে তিনি আগেই বাসা থেকে পালিয়ে যান। শেষ পর্যন্ত পুলিশকে তার বাসা থেকে খালি হাতেই ফিরতে হয়।
আদালত তার বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আজ শুক্রবার হাইকোর্টে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সকাল ছয়টা নাগাদ গোয়া পুলিশের একটি দল অপেক্ষাকৃত তরুণ সম্পদাক তেজপালের জঙ্গপুরার বাড়িতে পৌঁছায়। সেখানে দুই ঘণ্টা তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আগেই সটকে পড়েন। তবে নাছোরবান্দা পুলিশ তাকে ধরতে সম্ভাব্য সব স্থানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে তেজপালের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গোয়া পুলিশ।
বৃহস্পতিবার গোয়া পুলিশকে ফ্যাক্স করে তেজপাল জানান, তিনি তদন্তে সাহায্য করবেন। কিন্ত পরে তার কোনো খোঁজ খবর না পাওয়ায় পুলিশ তাকে ধরতে বাসায় হানা দেয়।
বৃহস্পতিবার তিনটে নাগাদ গোয়া পুলিশের কাছে উপস্থিত হওয়ার কথা ছিল তরুণ তেজপালের। কিন্তু শনিবার পর্যন্ত সময় চেয়ে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হননি তিনি। তদন্তকারী অফিসাররা তাকে সময় দিতে রাজি হননি।
গোয়া পুলিশের ডিআইজি বৃহস্পতিবার বলেন, ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তকারী অফিসাররা সিদ্ধান্ত নিয়েছেন যে, তাকে আর সময় দেয়া যাবে না।
শুক্রবার দিল্লি হাইকোর্টে তার আগাম জামিনের আবেদনের শুনানির কথা। আদালতের সিদ্ধান্তের পরই তিনি গোয়া পুলিশের কাছে হাজির হতে চান বলে জানানো হয়েছিল।
বাসায় তেজপালের স্ত্রী গীতান বার্তাও এ ব্যাপারে পুলিশকে কোনো সহযোগিতা করেননি। তেজপাল কোথায় সে ব্যাপারে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। স্ত্রীর অসহযোগিতায় শেষ পর্যন্ত পুলিশ খালি হাতেই বাসা থেকে বেড়িয়ে আসে।
(ঢাকাটাইমস/ ২৯ নভেম্বর/ এআর/ ঘ.)