তরুণ তেজপাল যৌন নিগ্রহ ঘটনা
তেহলকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীর পদত্যাগ
ঢাকাটাইমস ডেস্ক
২৮ নভেম্বর, ২০১৩ ১১:০৭:১৪

ঢাকা: তেহলকার ম্যানেজিং এডিটরের পদ থেকে সরে দাঁড়ালেন সোমা চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ নাগাদ তেহলকার ম্যানেজিং এডিটরের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
তরুণ তেজপালের যৌন নিগ্রহ ঘটনায় সোমা চৌধুরীর ভূমিকা নিয়ে আগেই প্রচুর সমালোচনা হয়েছে। অভিযোগ উঠেছে তেহেলকা সম্পাদককে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এর সঙ্গেই অভিযোগ ওঠে মিথ্যা কথা বলে নিগৃহীতা তরুণীর চরিত্র হননের চেষ্টা করছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সোমা।
অন্যদিকে, গোয়া পুলিশের সামনে তেহলকা সম্পাদকের হাজিরা দেওয়ার `ডেডলাইন` শেষ হচ্ছে বৃহস্পতিবার।
তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা তেহলকার প্রাক্তন সাংবাদিক গোয়া ম্যাজিস্ট্রেটের কাছে বুধবার তার জবানবন্দী রেকর্ড করেন। এরপরেই গোয়া পুলিশ তরুণ তেজপালের নামে সমন জারি করে। বৃহস্পতিবার বেলা ৩টের মধ্যে গোয়া পুলিসের সামনে হাজিরা দিতে হবে স্টিং অপারেশন কিং তরুণ তেজপালকে।
দিল্লি হাইকোর্ট তরুণ তেজপালের অন্তর্বতীকালীন জামিনের আবেদনের রায় জানাবে ২৯নভেম্বর।
প্রথমে নিগৃহীতা তরুণীর কাছে ইমেইলে নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করলেও তারপরে নিজের অবস্থান থেকে সরে এসে সব অভিযোগ অস্বীকার করেছেন তেহলকার সম্পাদক। তিনি জানিয়েছেন তিনি নির্দোষ। পুরো ঘটনাটিই নিছক মস্কারার ছলে ঘটেছিল বলে দাবি করেন তরুণ তেজপাল।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেএস)