আন্তর্জাতিক সাংবাদিক রক্ষা দিবস পালনে জাতিসংঘ কমিটির ভোট
ঢাকাটাইমস ডেস্ক
২৭ নভেম্বর, ২০১৩ ১৬:৩১:৩৪

ঢাকা: প্রতিবছর ২ নভেম্বর আন্তর্জাতিক সাংবাদিক রক্ষা দিবস পালনের উদ্দেশ্যে জাতিসংঘ কমিটি মঙ্গলবার ভোট দিয়েছে।
এদিকে মিডিয়া অ্যাক্টিভিস্টরা দায়িত্ব পালনকালে সাংবাদিক হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলায় এর নিন্দা জানিয়েছে।
রিপোটার্স উইদাউট বোডার্স গ্রুপ জাতিসংঘ কমিটির এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, ২০১২ সালে দায়িত্ব পালনকালে বিশ্বে ৮৯ জন সাংবাদিক নিহত হন। প্রায় দু’দশকের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ।
জাতিসংঘ সাধারণ সভার মানবাধিকার বিষয়ক কমিটি সাংবাদিকদের ওপর হামলা বন্ধে প্রতি বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক দিবস পালনে সর্বসম্মতিক্রমে ভোট দেয়।
সেখানে বলা হয়, প্রতিবছর ২ নভেম্বর আন্তর্জাতিক সাংবাদিক রক্ষা দিবস পালিত হবে। চলতি বছরের এই দিনে মালিতে জঙ্গিদের হামলায় ফ্রান্সের রেডিও সাংবাদিক গিসলাইন ডুপন্ট ও ক্লাউড ভার্লোন নিহত হন। তাদের স্মরণে দিনটিকে আন্তর্জাতিক সাংবাদিক রক্ষা দিবস হিসেবে পালনের জন্য নির্ধারিত হরা হয়।
এক্ষেত্রে ৭০টির বেশি দেশের উদ্যোগে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যাতে সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ওই প্রস্তাবে তারা মিডিয়া কর্মীদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ, দ্রুত ও কার্যকর তদন্তের আহ্বান জানায়।
২০১২ সালের সাংবাদিক হত্যার সংখ্যা উল্লেখ করে রিপোটার্স উইদাউট বোডার্স-এর মহাসচিব ক্রিসটোফ দিলোইর জানান, ২০১৩ সালের শুরু থেকে চলতি মাস পর্যন্ত দায়িত্ব পালনকালে আরো ৫২ জন সাংবাদিক নিহত হন।
দিলোইর জানান, সাংবাদিকদের সংগঠন মালিতে ফ্রান্সের সাংবাদিকদের হত্যা করায় কঠোর নিন্দা জানিয়েছে। এছাড়া ‘আমরা সিরিয়া, সোমালিয়া, পাকিস্তান, ব্রাজিল এবং ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সহকর্মীদের হত্যার কঠোর নিন্দা জানিয়েছি।’
দিলোইর আরো বলেন, বাক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বাসস
(ঢাকাটাইমস/২৭নভেম্বর/জেএস)