সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ নভেম্বর, ২০১৩ ১৫:৩৬:০২

ঢাকা: বিরোধীদলের আন্দোলন কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে যৌথ এই সামাবেশের আয়োজন করে।
বিএফইউজে‘র সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সাধারন সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে’র সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি আজমল হক হেলাল, ঢাকা রিপোর্টাস ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মো মামুনুর রশীদ, ডিইউজের সাবেক যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফীজ, ডিইউজের জনকল্যাণ সম্পাদক আব্দুস সালাম, ডিইউজের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্য সাংবাদিক নেতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা এতে অংশ নেন।
বক্তারা এসময় বিএনপি’র নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোটভুক্ত হয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা অব্যাহত থাকলে তা তাদের নিজেদের ক্ষতিই ডেকে আনবে। তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, মাঠে তারা সংবাদ সংগ্রহ করতেই অবস্থান করেন তাদের কাজের পরিবেশ নিশ্চিত করা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব।
বিএফইউজে’র সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা বিভিন্ন সময়ে নানা নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনের প্রতিবাদও করেছেন। সোচ্ছার হয়ে রাজপথে নেমে আসার মতো ঘটনাও রয়েছে। তাই, সাংবাদিকদের ওপর হামলা করে, নির্যাতন চালিয়ে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করা যাবে না।
(ঢাকাটাইমস/ ২৭ নভেম্বর/ এইচএফ/ ১৫.৩০ঘ.)