logo ১৬ মে ২০২৫
এডিটরস গেস্ট-এ কোরিয়ার রাষ্ট্রদূত


মিডিয়া প্রতিবেদক, ঢাকা টাইমস
২৮ নভেম্বর, ২০১৩ ১৭:৫৬:২৪
image


ঢাকা: আগামীকাল ২৯ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘এডিটর’স গেস্ট’। বিদেশী অতিথিদের নিয়ে ভিন্নধর্মী এ অনুষ্ঠান উপস্থাপনা করছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশে নিযুক্ত  দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন ইয়ং। বাংলাদেশের চলমান রাজনীতি, কূটনীতি, গণমাধ্যমের ভূমিকা, আগামীর সম্ভাবনাসহ দ্বিদেশীয় সম্পর্কের নানাদিক নিয়ে কথা বলবেন তিনি।

উল্লেখ্য, এর আগে এ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, জার্মানির রাষ্ট্রদূত আলব্রেশট কোনসে এবং কানাডিয়ান হাই কমিশনার হিডার ক্রুডেন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল হক।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/মিডিয়া/এসএ/ঘ)