সাংবাদিক আলী আজমের বাবার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৩ ২০:৫১:০২
ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সদস্য ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার আলী আজম এর বাবা মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাকে বাদ আছর জানাযা শেষে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সূর্যোক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকন মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
(ঢাকাটাইমস/ ৩০ নভেম্বর/ এসকে/ঘ.)