logo ১৫ মে ২০২৫
শাহেদ চৌধুরী, ইলিয়াস খান পুনর্নিবাচিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৩ ১৯:৪২:৩৭
image


ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০১৪ সেশনের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান পূননির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ৮৫ শতাংশ সদস্য ভোট পড়ে। ১১৫৭ সদস্যের মধ্যে ৯৮১ জন সদস্য ভোট দিয়েছেন।

সবোর্চ্চ ৭৩৮ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমল হক হেলাল পেয়েছেন ২৩৭ ভোট। ৫৪৩ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মামুনুর রশীদ পেয়েছেন ৪৪৩ ভোট।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নির্বাচিত হলেন যারা- সহ সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ, সহ- সাধারণ সম্পাদক পদে মো: শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মুরসালিন নোমানী, নারী বিষয়ক সম্পাদক সৈয়দা লুৎফা শাহানা, প্রচার সম্পাদক পদে হাসান আজাদ, গবেষণা ও প্রশিক্ষণ পদে সাজ্জাদ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক পদে আজিজুল পারভেজ, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন হাসান জাহিদ তুষার, পিনাকি তালুকদার, মানিক মুনতাসির, মহিউদ্দিন খান, পারভীন সুলতানা, সালাউদ্দিন আহমেদ বাবলু এবং তোফাজ্জল হোসাইন।

(ঢাকাটাইমস/ ৩০নভেম্বর/টিএ/জেডএ.)