দ্বিতীয় দফার তেজপালের যৌন ক্ষমতা পরীক্ষা
ঢাকাটাইমস ডেস্ক
০৪ ডিসেম্বর, ২০১৩ ১৩:১৩:১৭
ঢাকা: দ্বিতীয় দফায় তেহলকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপালের বিভিন্ন শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য গোয়া মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে বুধবার সকালে।
এর আগে সোমবার একই ধরনের শারীরিক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তরুণ তেজপাল।
ভারতের গোয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এ দিন সকালে তাকে আবারো নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তদন্তের কারণেই তেজপালের বিভিন্ন মেডিকেল টেস্ট করা প্রয়োজন।
এর আগে গত ২ ডিসেম্বর ওই একই হাসপাতালে তরুণ তেজপালের যৌন ক্ষমতার পরীক্ষা করা হয়। একটি ধর্ষণের মামলায় গত ১ ডিসেম্বর তেজপালকে গ্রেপ্তার করে গোয়া পুলিশ।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেএস)