লাবণ্যর চিকিৎসার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৩ ২১:৩২:০১
![image]()
ঢাকা: ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসের ধাক্কায় আহত সাংবাদিক শেখ লাভলী হক লাবণ্যর চিকিৎসার জন্য সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে বিআরটিসির বাস চলবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে বিআরটিসি বাসচাপায় সংগঠনের সদস্য শেখ লাভলী হক লাবণ্যকে গুরুতর আহত করার প্রতিবাদে এক মানবন্ধনে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
ওমর ফারুক বলেন, ‘দেশে কোনো হত্যা হলে তার বিচার হয়। কিন্তু গাড়ি চাপা দিয়ে হত্যা করলে তার বিচার হয় না। বড়জোর ২ বছরের সাজা হয়। এটা চলতে পারে না। সারাদেশে সড়ক দুর্ঘটনায় এমনিভাবে প্রতিবছর অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক লোককে পঙ্গু করে দিচ্ছে।’
গাড়িরচালক-হেলপারদের নিয়োগের ব্যাপারে ট্রেনিং দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমন আইন করুন যাতে এদের আটকানো যায়।’
তিনি লাভণ্যকে চিকিৎসার ব্যয়ভার বিআরটিসিকে বহন করতে হবে উল্লেখ করে বলেন, ‘আগামীকাল এ ব্যাপারে আমরা স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রীর কাছে যাবো। সাড়া না মিললে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করবো।’
এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভ্ইূয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যঅংশের সভাপতি আবদুল হাই শিকদার, ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ হোসেন, যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গতকাল শুক্রবার পেশাগত দায়িত্ব শেষ করে ফেরার পথে বাংলাটাইমস২৪ডটকমের সাব-এডিটর শেখ লাভলী হক লাবণ্যকে বিআরটিসি বাসের হেলপার ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। এতে গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন লাবণ্য।
(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসকে/ঘ.)