আরও চার দিনের পুলিশি হেফাজতে তেজপাল
ঢাকাটাইমস ডেস্ক
০৭ ডিসেম্বর, ২০১৩ ১৫:৪০:২৬
ঢাকা: যৌন নির্যাতন মামলায় আরও চার দিনের পুলিশি হেফাজত হল তেহেলকার প্রাক্তন প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের।
শনিবার ভারতের পানজিমের আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দেন। গত রবিবার বিচাপতি শ্যামা যোশী তাকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। শনিবার ছিল সেই মেয়াদের শেষ দিন।
গোয়ার হোটেলের লিফটে তরুণী সাংবাদিককে যৌন নির্যাতনের দায়ে গ্রেপ্তার তরুণ তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৭৬(২) ও ৩৭৬ সি ধারায় মামলা চলছে। গত সোমবার গোয়ার মেডিকেল কলেজে তার ডিএনএ এবং যৌন পরীক্ষা করা হয়। গোয়ার হোটেলে নিয়ে তাকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ।
(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/জেএস)