logo ১৫ মে ২০২৫
আন্তর্জাতিক গণমাধ্যমে কাদের মোল্লা
ঢাকাটাইমস ডেস্ক
১০ ডিসেম্বর, ২০১৩ ২৩:৩৯:৫৮
image

ঢাকা: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডাদেশ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


এদিকে কাদের মোল্লার মঙ্গলবার রাত বারোটা এক মিনিটে মৃত্যদণ্ডাদেশ কার্য্কর হওয়ার কথা থাকলেও তা বুধবার সকাল সাড়ে দশটা পর্য্ন্ত স্থগিত করা হয়েছে। কাদের মোল্লাকে নিয়ে বিশ্বের গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।


এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে কাতার থেকে প্রকাশিত গণমাধ্যম আল-জাজিরা, বৃটেন থেকে প্রকাশিত রয়টার্স, মিশর থেকে প্রকাশিত আহরাম অনলাইন, পাকিস্তান থেকে দ্য ডনসহ আরো কয়েকটি গণমাধ্যম।


এছাড়া বিবিসি বাংলা ও সিএনএন বাংলাতে কাদের মোল্লার এই খবর বেশ সাড়া জাগিয়েছে।


(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এসইউএল/জেডএ.)