হাসিনার পদত্যাগই সব সমস্যার সমাধান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ডিসেম্বর, ২০১৩ ১৬:৫১:৪৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উন্মুক্ত চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ‘বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে’ এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রুহুল আমীন বলেন, ‘জাতির এ দুঃসময়ে সাংবাদিক, শিক্ষক, শিল্পী , বুদ্ধিজীবীসহ আমরা পেশাজীবীরা ঘরে বসে থাকতে পারি না। তাই যে পর্যন্ত এ স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ না করবে ততদিন পযর্ন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
তিনি বলেন, ‘এ সরকারের পতনের মাধ্যমে মাহমুদুর রহমান মুক্তি পাবেন, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামীক টিভি চালু হবে এবং সাগর-রুনি হত্যাকারীদের বিচার তরান্বিত হবে।’
তিনি গণমাধ্যমকে উদ্দেশ করে বলেন, ‘হাসিনার গুনকীর্তন করলে গণতন্ত্রের পক্ষে কথা বলা যাবে না। আর এজন্য আপনাদেরকেও একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
‘তথ্যমন্ত্রী সাংবাদিক ইউনিয়নের সংবাদ প্রকাশে গণমাধ্যমকে বাধা দেন’ উল্লেখ করে তথ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইনু সাহেব (হাসানুল হক ইনু), গণমাধ্যমে আমাদের সংবাদ আসলো কি আসলো না আমরা তার তোয়াক্কা করি না। সংবাদ মাধ্যম না থাকলেও দেশের ১৬ কোটি মানুষ আজ আমাদের সঙ্গে আছে। দেশের এই ১৬ কোটি মানুষ আজ এই ফ্যাসিস্ট হাসিনা থেকেও মুক্তি চায়।’
বিএফইউজের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, ‘শেখ মুজিবের মৃত্যুবান আসছে মিডিয়া বন্ধ করার কারণে আর হাসিনার রাজনৈতিক মৃত্যুবানও আসবে এ মিডিয়া থেকেই। আমাদের এই উপস্থিতিই হাসিনা সরকারের পতন তরান্বিত করবে।’
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংবাদিক নেতা বাকের হোসাইন প্রমুখ।
(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এসকে/ঘ.)