দুই যুদ্ধাপরাধীকে প্রেসক্লাবে ফিরে পেতে চান গাজী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ ডিসেম্বর, ২০১৩ ১৬:১৪:২৪

ঢাকা : একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত আবদুল কাদের মোল্লা ও অভিযুক্ত এম কামারুজ্জামানকে জাতীয় প্রেসক্লাব থেকে সদস্যপদ বাতিলের নিন্দা জানিয়ে তা অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজী।
শনিবার বিকাল ৩টায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্ধিত সভায় তিনি এ দাবি জানান।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মোরসালীন নোমানিসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় এ সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষার দাবিতে এ মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে বলে দাবি তাদের।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা কাদের মোল্লার রায় ঘোষণা পর জাতীয় প্রেসক্লাবে তার এবং কামারুজ্জামানের সদস্যপদ থাকার বিষয়ে সারাদেশ ব্যাপক সমালোচনা শুরু হয়। তীব্র ওই সমালোচনার মুখে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুয়ায়ী গঠনতন্ত্রের ১৩ (ক), ১২ (ক) ও ৩৪ অনুচ্ছেদ মোতাবেক তাদের দুইজনের সদস্যপদ বাতিল ঘোষণা করে।
(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এএসএ/এসকে/ঘ.)