ঢাকা : তামাশার নির্বাচন বন্ধু করার আহবান জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের সভাপতি রুহুল আমীন গাজী বলেছেন, তামাশার নির্বাচনের আয়োজন করে দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে সরকার। এই তামাশার নির্বাচন করে ফের ক্ষমতায় আসার স্বপ্ন এদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে বাংলাদেশে সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যৌথ বাহিনীর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ’৭১ সালের হানাদার বাহিনীর ন্যায় এখন সাতক্ষিরায় বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। এ কোন হানাদার বাহিনী যারা বাড়িঘর ধংস করছে, নেতাকর্মীদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, নিরিহ মানুষ হত্যা করছে?
যৌথ বাহিনীর সাথে সরকার দলীয় ক্যাডারও অভিযানে অংশ নিচ্ছে অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযানে ছাত্রলীগ, যুবলীগ অংশ নিচ্ছে। এসব অভিযান বন্ধ করাও দাবি জানান।
গণমাধ্যমকে উদ্দেশ্য করে গাজী বলেন, বেশ কিছু গণমাধ্যম সরকারের দালালি করছে, গণমানুষের কথা বলছে না, একদিন এসব গণমাধ্যমকে জনগণের কাঠ গড়ায় দাঁড়াতে হবে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়েন মাহসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র স্কয়ারে গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারর পতন ঘটনানো হবে।
তিনি বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলো কার্যালয় খুলে দেয়ার দাবি জানান।
গায়ের জোরে দেশ চালানো হচ্ছে অভিযোগ করে শওকত মাহমুদ বলেন, আজ দেশের গণতন্ত্র বিপন্ন, ঢাকা যেমন সারা দেশ থেকে বিচ্ছিন্ন, তেমনি ভারত ছাড়া সারা বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সব দেশ বেগম জিয়ার পাশে অবস্থান নিয়েছে। আর এটাই হচ্ছে আন্দোলনে সাফল্য।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/কেএস/এএসএ)