logo ১৫ মে ২০২৫
সরকারকে লাল কার্ড দেখিয়ে বিদায় করা হবে: গাজী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৩ ১৫:১৭:৪৫
image


ঢাকা: বর্তমান ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারকে লাল কার্ড দেখিয়ে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমীন গাজী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘ফ্যাসিবাদ ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমীন গাজী বলেন, কত গুলি ছুঁড়বেন ও মানুষ হত্যা করবেন। তাতে কোনো লাভ হবে না। কারণ আমাদের গুলি বাংলাদেশের  ১৬ কোটি জনগণ বুক দিয়ে রুখে দেবে। চলমান সরকার পতন নিশ্চিত করতে গ্রাম থেকে গ্রামে, উপজেলা থেকে জেলা এবং সমস্ত বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারকে লাল কার্ড দেখানো হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। কারণ হাজার হাজার সন্ত্রাসীদের মামলা প্রত্যাহার করে বাংলাদেশেকে সন্ত্রাসীদের রাষ্ট্রে পরিণত করেছে সরকার। অপরদিকে, বিরোধী দলকে দমন করতে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রস্তুত থাকুন। কারণ শিগগিরই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে  আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

‘শুক্রবার সারা দেশে দুপাল্লার বাস চলাচল করবে’ নৌপরিবহন মন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, এই অবৈধ সরকারের কথায় এ দেশে আর কিছু চলবে না।

‘দেশের স্বার্থে আমি বর্হিবিশ্বের কোনো টেলিফোন মানি না’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রসঙ্গে রুহুল আমীন গাজী বলেন, প্রধানমন্ত্রী সাথে হামলাকারী পুলিশ, র‌্যাব, সাংবাদিক ও নির্বাচন কমিশন রয়েছে। এই প্রেক্ষিতে সারা দেশে সরকার পতনের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিশিষ্ট চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/কেএস/এএসএ)