logo ১৫ মে ২০২৫
টাঙ্গাইল প্রেসক্লাব: আজাদ সভাপতি,জাফর সম্পাদক

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ ডিসেম্বর, ২০১৩ ২০:২৬:৪৭
image

টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে আতাউর রহমান আজাদ (ইনকিলাব/বাংলাভিশন) সভাপতি ও জাফর আহমেদ বৈশাখী/সকালের খবর) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।


নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা (আরটিভি) ও আবু রায়হান খান (ভোরের ডাক), কোষাধ্যক্ষ রেফাজুর রহমান (যুগান্তর/সময়টিভি), যুগ্ম-সম্পাদক মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা, এটিএন নিউজ/বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ/দেশটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম এ ছাত্তার উকিল, ক্রিড়া সম্পাদক হাবিব খান (নিউএইজ), দপ্তর সম্পাদক আব্দুর রহিম (বাংলাদেশ বেতার)।


এছাড়া কার্য-নির্বাহী সদস্যরা হচ্ছেন, কামনাশীষ শেখর (প্রথম আলো), ড. মোহাম্মদ কামরুজ্জামান (নিউনেশন), কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও মহব্বত হোসেন (এনটিভি)


শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাবের ৩১জন সদস্যের সকলেই ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ ভূইয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


(ঢাকাটাইমস/২৭ডিসেম্বর/প্রতিনিধি/এসকে/ঘ.)