সাংবাদিক আফতাবের খুনিদের গ্রেপ্তার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৩ ১৭:৫১:৩০

ঢাকা: প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার উদ্যোগে ‘একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার ঘটনায় আমরা শোকাহত ও ক্ষুদ্ধ’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
মঞ্জুরুল আহসান বলেন, ‘আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আফতাব আহমেদের খুনিদের আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের। যতোদিন পযর্ন্ত এই খুনিদের গ্রেপ্তার ও বিচার না হবে ততদিন পযর্ন্ত ফেডারেল সাংবাদিক ই্উনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সারাদেশে তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে।’
বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া আফতাব আহমেদের খুনিদের গ্রেপ্তারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘এই খুনিদের শিগগিরই গ্রেপ্তার করে বিচার করুন। না হলে আমরা সাংবাদিক সমাজ রাস্তায় নেমে আসবো।’
ডিইউজের একাংশের সভাপতি ওমর ফারুক বলেন, ‘গত দুই বছর আমরা সাগর-রুনির জন্য আন্দোলন করেছি। সাগর-রুনির মতোই হাত-পা বেঁধে আফতাব ভাইকে হত্যা করা হয়েছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।’
সমাবেশে বক্তারা বলেন, ‘আফতাব আহমেদের বাড়ির দারোয়ান ছাড়া কারো কাছে ঘরের চাবি ছিল না। তাই এই পিয়নকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে সঠিক তথ্য জানা যাবে।’
বক্তারা আরো বলেন, ‘আফতাব আহমেদকে হত্যায় প্রমাণিত হয়েছে এদেশে কোনো সংবাদকর্মী নিরাপদ নয়।’
সংগঠনের সভাপতি মুফতি আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- প্রবীণ আলোকচিত্র সাংবাদিক জহিরুল হক, কেরামত উল্লাহ বিল্পব, খায়রুর জামান কামাল প্রমুখ।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসকে)