logo ১৫ মে ২০২৫
ইত্তেফাকের ফটো সাংবাদিক আফতাব আহমেদ খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ ডিসেম্বর, ২০১৩ ১২:১০:২০
image


ঢাকা: একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আফতাব আহমেদকে খুন করা হয়েছে। বুধবার সকালে রামপুরার ওয়াপদা রোডের  ৬৩ নম্বর বাড়ির নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রামপুরা থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ সিন্ধু বালা জানান, ৬৩ নম্বর পশ্চিম রামপুরার ৪ তলা বাড়ির ৩ তলায় তিনি একাই থাকতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার হাত-পা বাধা লাশ উদ্ধার করা হয়। আফতাব আহমেদ এক ছেলে ও এক মেয়ের জনক। নিহতের বাড়ি রংপুরের গঙ্গাছড়া থানার মহিপুর বন্দর গ্রামে।

আফতাব আহমেদের মেয়ের জামাই ফারুক আহমেদ বলেন, এ বাড়িতে ভাড়াটিয়ারা ছাড়া আর কেউ থাকে না। গাড়ি চালক কবির  ও কাজের বুয়া নাসিমা আসা-যাওয়া করতো। ছেলে মনোয়ার যশোরে থাকেন। মেয়ে আফরোজা আহমেদ আমার স্ত্রী। আমরা গাজীপুরে থাকি।

তিনি জানান, আমার শাশুড়ি ৭ বছর আগে মারা গেছেন। নাসিমা বুধবার সকালে এসে কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানায়। তাদের কাছ থেকে খবর পেয়ে আমরা চলে আসি। রুমটি ওলটপালট অবস্থায় দেখা গেছে। চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এএ/এএসএ)