logo ১৫ মে ২০২৫
বুদ্ধিজীবী কবরস্থানে শেষ শয্যায় আফতাব আহমেদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৩ ২১:৩৩:৪৪
image


ঢাকা: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ খুনের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রামপুরা থানায় মামলা করেন আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ। মামলায় আসামি করা হয়েছে আফতাব আহমেদের ব্যক্তিগত গাড়িচালক কবিরসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে আফতাব আহমদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, আফতাব আহমেদের সঙ্গে তার গাড়িচালকদের প্রায়ই কথা-কাটাকাটি হতো।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, আফতাব আহমদের সাবেক দুই গাড়িচালক অলি ও নাজমুলকে বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে যার বিরুদ্ধে সন্দেহের তীর সেই কবিরকে ধরতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তােের জন্য পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযান চলছে।

সাংবাদিক আফতাব আহমেদের প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১০টায় রামপুরায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা দুপুওে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের জানাযায় আফতাব আহমদের স্বজন, সহকর্মীসহ সাংবাদিক-সংবাদকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ বলেন, ‘গাড়িচালক কবির প্রধান সন্দেহভাজন। ঘটনার পর থেকে সে পলাতক। পালানোর আগে কবির আফতাব আহমেদের বাসা থেকে আড়াই লাখ টাকা চুরি করেছে বলে দাবি করেন মনোয়ার। মনোয়ার আহমেদ আরও বলেন, ‘আমার সন্দেহ কবির একা এ ঘটনা ঘটায়নি। তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, জিজ্ঞাসাবাদের জন্য আফতাব আহমেদের সাবেক দুই গাড়িচালক অলি ও নাজমুলকে বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িচালক কবিরকে গ্রেফতারের জন্য বুধবার তার ভোটার আইডি কার্ডে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী গাজীপুরে অভিযান চালানো হয়। সেখানে তাকে পাওয়া যায়নি। সম্ভবত ভুয়া ভোটার কার্ড তৈরি করে কবির তাদের গাড়ি চালকের চাকরি নিয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এএ/এআর)