বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত সাংবাদিক আফতাব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৩ ১৫:১৮:৫৮
ঢাকা: জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আফতাব আহমদের দ্বিতীয় জানাজা ও পুলিশ বাহিনীর গার্ড অব অনার শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফনের জন্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে নিহতের লাশ জাতীয় প্রেসক্লাবে নিয়ে আসা হয়। এখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, নিহতের স্বজন এবং সাধারণ মানুষ অংশ নেয়।
সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হিমাগার থেকে লাশ রামপুরায় নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বুধবার সাংবাদিক আফতাব আহমদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এসকে)