ঢাকা: চালু হলো নতুন একটি নিউজ পোর্টাল। এতে অপরাধ দমনে পুলিশের তৎপরতার খবর পাওয়া যাবে। পুলিশের বক্তব্য এবং বিবৃতিও পাওয়া যাবে এতে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বুধবার মিন্টো রোডের কার্যালয়ে ডিএমপিনিউজ ডট অর্গ নামে এই পোর্টালের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এখন থেকে ঢাকা মহানগর পুলিশের খবরাখবর এই পোর্টালেই পাওয়া যাবে।”
পাশাপাশি এতে বিনোদন, খেলাধুলা ও দেশি-বিদেশি খবর থাকবে। সাংবাদিকরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ছাড়াও পুলিশ কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে দেয়া বিভিন্ন বক্তব্যের ভিডিও এই পোর্টালে দেয়া হবে। ফলে পুলিশের কোনো বক্তব্য নিয়ে এখন থেকে আর সন্দেহ থাকবে না।
তিনি জানান, এই পোর্টাল প্রতি মুহূর্তে হালনাগাদ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্রেকিং নিউজও পাওয়া যাবে।
অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/ ১ জানুয়ারি/ এআর)