logo ১৫ মে ২০২৫
এখনও সময় আছে, নির্বাচন স্থগিত করুন: গাজী
প্রতিবেদক, ঢাকা টাইমস
০৫ জানুয়ারি, ২০১৪ ১৬:৪২:৩৩
image


ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজী । পাশাপাশি দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত , হাস্যকর ও গণতন্ত্রের ইতিহাসের কলঙ্কময় অধ্যায় হিসাবে চিহ্নিত করে এই প্রহসনের নির্বাচন বাতিল করার জন্য নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতির কাছে আহ্বান  জানান তিনি।

রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে রুহুল আমীন গাজী বলেন, আপনি নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন না। এখনও সময় আছে নির্বাচন স্থগিত করুন। সংসদ ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করুন।

নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে এখনও একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব এবং জাতীয় সংসদ নির্বাচন এখনও বহাল রয়েছে তাই অবিলম্বে নির্বাচন স্থগিত ও বাতিল করে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, অন্যথায় দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

রুহুল আমীন গাজী বলেন, গণমাধ্যমের জন্য আজ ভোটারবিহীন নির্বাচনী তামাশা লক্ষ্য করা গিয়েছে। এই নির্বাচনী তামাশা জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এই বিতর্কিত  নির্বাচন শতাব্দির নিকৃষ্টতম তামাশার শামিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুয়েমী, ক্ষমতার মোহ ও লোভের কারণেই বাংলাদেশের কপালে আজ এই কলঙ্কের দাগ পড়েছে।

এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বন্দুকের নলের মুখে নির্লজ্জ প্রহসনের কলঙ্কময় ও জালিয়াতি নির্বাচন ভোট গ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে ১৮ জন মৃত্যুবরণ করেছে। বহু মানুষ পঙ্গুত্বরবণ করেছে। যার ফলে দেশে সৃষ্টি হয়েছে এক সহিংস পরিস্থিতি। আর এর দায়ভার একমাত্র নির্বাচন কমিশনকেই বহন করতে হবে ।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, সংবিধান অনুয়ায়ী এই নির্বাচন আগামী ২৪ জানুয়ারি মধ্যে গেজেট প্রকাশিত হবে। ফলে সরকার, রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন চিহ্নিত করার মধ্যে দিয়ে নির্বাচন স্থগিত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা এখনও সম্ভব।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লা মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/কেএস/এএসএ)