logo ১৫ মে ২০২৫
বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
ঢাকাটাইমস ডেস্ক
০৫ জানুয়ারি, ২০১৪ ১৮:৩০:২৯
image

ঢাকা: বাংলাদেশের বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের ওপর আগে থেকেই বিদেশি গণমাধ্যমের কড়া নজর ছিল।রবিবার বিদেশি গণমাধ্যমে নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে। অনেক গণমাধ্যমে লিড নিউজ হিসেবে জায়গা পেয়েছে এই বিষয়টি।


বিশ্বের উল্লেখযোগ্য গণমাধ্যম বিবিসি, আল-জাজিরা,সিএনএন,আল-আহরাম,দ্য ডন, আনন্দবাজার,দ্য টাইমস অব ইন্ডিয়া,রেডিও তেহরান, ইন্ডিয়া টুডেসহ অনেক গণমাধ্যমে নির্বাচনের দিনের সংঘাত,ভোটারদের কম উপস্থিতি ও বিরোধী দলের বর্জনের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।


বিবিসি ও আল  জাজিরার শিরোনামে বলা হয়েছে,সহিংসতা ও বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন।দ্য ইকোনোমিস্টে বাংলাদেশের নির্বাচনকে প্রহসন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এবারের নির্বাচন মাইনাস ওয়ান ফর্মূলার নির্াচন।


রবিবার সকাল থেকেই সারাদেশে বিরোধী দল তাদের দলীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে নির্বাচন বন্ধের জন্যে নানা প্রচেষ্টা চালিয়েছে।এ সময় বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ হয়।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষে মোট ১৬ জন নিহত হয়েছে।


(ঢাকাটাইমস/৫ জানুয়ারি/এসইউএল/এএসএ)