মস্কোতে মার্কিন সাংবাদিক নিষিদ্ধ
ঢাকাটাইমস ডেস্ক
১৪ জানুয়ারি, ২০১৪ ১৫:২৬:৫৯

ঢাকা: আমেরিকার একজন সাংবাদিক সোমবার জানিয়েছেন, রাশিয়া তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তি বাতিলের বিরুদ্ধে গণবিক্ষোভের বিষয়ে প্রতিবেদন করার পর তাকে নিষিদ্ধ করা হলো।
রেডিও ফি ইউরোপ/রেডিও লিবাটির প্রেসিডেন্ট ও সিইও কেভিন ক্লজ জানান, মস্কোতে মার্কিন দূতাবাসকে সাংবাদিক ডেভিড স্যাটারের বিরুদ্ধে নেয়া এমন পদক্ষেপের কথা অবহিত করা হয়েছে এবং এ ক্ষেত্রে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়। তবে এ ব্যাপারে রাশিয়া কর্তৃপক্ষের কাছ কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।
আসন্ন সোচি উইন্টার অলিম্পিকের প্রাক্কালে এ ধরনের পদক্ষেপ ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ইতোমধ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের আরো অবনতি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী মাসেই শীতকালীন এ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, স্নায়ু যুদ্ধের পর রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাংবাদিককে নিষিদ্ধ করার এটি হচ্ছে প্রথম ঘটনা।
লন্ডন থেকে ই-মেইলের মাধ্যমে স্যাটার এএফপিকে বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে রাশিয়ায় আমার উপস্থিতি অনভিপ্রেত। এছাড়া অন্য কোন কারণ দেখানো হয়নি ।’
মস্কোতে আমার মালামাল রয়েছে। আমার একটি অ্যাপার্টমেন্ট থাকলেও সরকারের অনুমতি ছাড়া আমি সেখানে গিয়ে আমি মালামালগুলো নিতে পারছি না। আমি কাজ করতে মস্কোতে ফিরে যেতে চাইলেও ভিসা ছাড়া যেতে পারছি না।
উল্লেখ্য, স্যাটার ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে আরএফই/আরএলের একজন উপদেষ্টা হিসেবে রাশিয়ায় বসবাস ও কাজ করছেন। বাসস
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেএস)