logo ১৫ মে ২০২৫
নির্বাচনকে বৈধতা দিতেই আ.লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৪ ১৩:৪৪:৪৬
image


ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দেয়ার জন্য আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপাসর্নের উপদেষ্টা শওকত মাহমুদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও পেশাজীবী সমাবেশ’-এ তিনি এই অভিযোগ করেন।

শওকত মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার গতকাল সংখ্যালঘুদের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছে। ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক দাঙ্গার অযুহাত দেখিয়ে তড়িঘড়ি করে সরকার গঠন করতে চাচ্ছে। যাতে অবৈধ নির্বাচনকে বৈধ করতে পারেন।

 আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে এর দায়ভার বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সংখ্যালঘুদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। অবিলম্বে তিনি সংখ্যালঘুদের ওপর হামলার জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, এর সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। অবিলম্বে তিনি বর্তমান সরকারের পদত্যাগের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

তিনি বলেন, এই সরকারের অধীনে সংখ্যালঘুদের ওপর হামলার কোনো তদন্ত নয়, তদন্ত হতে হবে আন্তর্জাতিকভাবে। অন্যথায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/ ১১জানুয়ারি/ কেএস/এএসএ)