ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের তনয়া শেখ হাসিনা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তৃতীয়বারের মতো তার প্রধানমন্ত্রী হবার খবর ফলাও করে প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যম।
শুধু শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার বিষয় নয়, তার মন্ত্রিসভার খবরও প্রকাশ পেয়েছে শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে।
বৃটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার মন্ত্রিসভাকে ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রিসভা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া নবনির্বাচিত দশম জাতীয় সংসদে জেনারেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিরোধীদল হিসেবে ভূমিকা নেওয়ার পাশাপাশি সরকারেও রয়েছে বলে জানানো হয়।
জার্মানি ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে ‘কূটনৈতিকদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার শপথ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া ডয়েচে ভেলে দশম জাতীয় সংসদ অংশগ্রহণ না নেয়া দল বিএনপির নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের বরাত দিয়ে ‘অবৈধ সরকারের অবৈধ মন্ত্রিসভা’ শীর্ষক আরেকটি প্রতিবেদন প্রকাশ করে।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অসীমের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানায়, ‘একটি সংসদ বহাল থাকা অবস্থায় আরেকটি সরকারের মন্ত্রিসভা গঠন হতে পারে না। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, বিদ্যমান সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সরকার দায়িত্ব নিতে পারবে না। আর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে এমন কোন তথ্যও নেই।’
এদিকে ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার তাদের প্রতিবেদনে মন্ত্রিসভা থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির বাদ পড়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম ‘হাসিনার নয়া মন্ত্রিসভার শপথ, বাদ দীপু মণি’। আনন্দবাজারের প্রতিবেদনে তিস্তার পানি বণ্টন এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তাবায়িত না হওয়ায় দীপু মণি বাদ পড়তে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
অপরদিকে ভারতীয় আরেকটি ‘ইন্ডিয়া টুডে’ তৃতীয়দফার শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং মন্ত্রিসভা গঠনের বিষয়টি ফলাও করে প্রকাশ করা হয়।
এদিকে পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডন নিউজও তৃতীয় দফায় শেখ হাসিনরা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেএস)