logo ১৫ মে ২০২৫
ইনকিলাবের প্রেসের তালা খুলে দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ ফেব্রুয়ারি, ২০১৪ ২০:৫৫:০৩
image


ঢাকা : বন্ধ হয়ে যাওয়া দৈনিক ইনকিলাব পত্রিকার প্রেসের তালা খুলে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় পত্রিকাটির ছাপাখানার সিলগালা খুলে দেওয়া হয়।

ইনকিলাবের সিনিয়র রিপোর্টার আফজাল বারী ঢাকাটাইমস  টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার সময় গোয়েন্দা পুলিশ ছাপাখানার সিলগালা খুলে দিয়েছে। তবে আইনি জটিলতার কারণে পত্রিকা ছাপা হতে সময় লাগবে।

গত ১৬ জানুয়ারি একটি সংবাদ প্রকাশের জের ধরে গোয়েন্দা পুলিশ পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয়। এ সময় ওই পত্রিকার বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, ডেপুটি চিফ রিপোর্টার রফিক মুহাম্মদ ও কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিককে গ্রেপ্তার করে। তারা এখনো কারাগারে রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের পরিদর্শক মো. ফিরোজ ঢাকাটাইমস  টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যা সাতটার দিকে আমরা ইনকিলাবের প্রেস খুলে দিয়েছি।

ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়ার জন্য গত রবিবার হাইকোর্টে রিট করেন কাদেরী পাবলিশার্স এন্ড প্রিন্টার্সের এক পরিচালক। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য রবিবার ধার্য করেন। আদালতে ইনকিলাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক. আহসানুল করিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারী/এএ/জেডএ.)