ইনকিলাবের দুই সাংবাদিক মুক্ত
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ ফেব্রুয়ারি, ২০১৪ ১৮:১১:০৫
গাজীপুর: দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লা রবি ও উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তারা।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত থেকে তারা জামিন পান। পত্রিকার নিজস্ব প্রতিবেদক আতিকুর রহমানও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল জামিনে মুক্তি পেয়েছেন।
কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ জানুয়ারি দৈনিক ইনকিলাবে ‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় ওয়ারী থানার পুলিশ বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই দিন রাতেই ইনকিলাব কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম এম এ সালাম ১০ হাজার টাকা মুচলেকা দেয়ার শর্তে জামিন মঞ্জুর করেন।
আজ বেলা ১টার দিকে তাদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। এরপর তা যাচাই-বাছাই শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাদের মুক্তি দেয়া হয়।
(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এজে)