logo ১৪ মে ২০২৫
সংবাদপত্র এখন শিল্প
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৪ ১৭:৪১:৫৯
image


ঢাকা: সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তার আশা, এর ফলে দেশে শক্তিশালী সংবাদপত্র শিল্প গড়ে উঠবে।

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন তিনি।

বৈঠকে অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন, নোয়াবের সভাপতি মাহবুবুল আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের প্রকাশক এ কে আজাদ, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসাইন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘সংবাদপত্র মালিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে সেবা খাত থেকে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।’

বৈঠকে সংবাদপত্রের মালিকেরা এ ঘোষণার জন্য সরকারের প্রশংসা করেন। তাদের আশা, এতে দেশের সংবাদপত্র শিল্প এইচএস কোডের আওতায় সরকারের দেয়া বিভিন্ন সুবিধা পাবে। দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এ শিল্পের বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নোয়াবের নেতারা।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এজে)