চবি: দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার দুপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রলীগ নেতা পার্থ স্বাগতিক তাকে লাঞ্ছিত করেন।
জানা গেছে, দ্রুত পরীক্ষা নেয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তালা দেয় শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাকিরুল হক তরুর হাতে আঘাত করেন এবং অনুষদ থেকে চলে যেতে বলেন ছাত্রলীগ নেতা পার্থ স্বাগতিক।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।পার্থ স্বাগতিক নিজেকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রলীগ সভাপতি বলে দাবি করেন। এছাড়া তিনি শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন একাকারের সদস্য বলে জানা গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ‘ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।’