চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি ২০১৪ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে এ নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হুমায়ূন মাসুদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রথম আলো প্রতিনিধি তাসনিম হাসান রিয়াদ।
শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. সিরাজ উদ-দৌল্লাহ বেলা তিনটার দিকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য প্রাথীদের মধ্যে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি মাসুদ ফরহান অভি। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বকর সিদ্দিক রাহাত।অর্থ ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের প্রতিনিধি আবদুল্লাহ আল ফারুক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম। কার্যনিবাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাকেরুল হক তরু।
নব-নির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল, বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল, বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়ন পরিষদ। এ ছাড়া ছাত্র সংগঠন ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন. ছাত্রফন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র সেনা,ইশা ছাত্র আন্দোলন, উদীচী, আবৃতি মঞ্চসহ সকল সাংস্কৃতি সংগঠন।