বগুড়া: মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকা-ের দুই বছরেও খুনিদের চিহ্নিত করে বিচার করতে না পারায় ক্ষুব্ধ সাংবাদিকরা বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে।
মানববন্ধন কর্মসূচিতে বগুড়ার বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে খুনিদের বিচারের দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে বগুড়ার সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে মানববন্ধন ও সমাবেশ করে।
বগুড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে), সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি), বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বগুড়া প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।
মানবন্ধনে বক্তব্য দেন, বগুড়ার প্রবীণ সাংবাদিক জাহেদুর রহমান যাদু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবদিক ইউনয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এমআর সাইন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সহসভাপতি মোহসীন আলী রাজু, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক দম্পতি খুনের রহস্য উদঘাটন করে খুনিদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর/ঘ.)