logo ১৫ মে ২০২৫
সাংবাদিক মন্টু দাসের পরলোকগমন
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৪ ১৪:০৪:১৩
image


ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভি’র স্থানীয় প্রতিনিধি মন্টু দাস গোপি আর নেই। সোমবার ভোররাতে শহরের হার্ট ফাউন্ডেশনে তিনি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ ফরিদপুর প্রেসক্লাবে নেওয়া হলে সেখানে ফরিদপুর জেলা প্রশাসন, পৌরসভা ও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শেষ শ্রদ্ধা জানায়।

তার মৃতুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর/ঘ.)