logo ১৪ মে ২০২৫
অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা, অফিসে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৪ ২০:১৮:১৬
image

ঢাকা: দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ। এ ঘটনায় পত্রিকাটির অফিসে উত্তেজনা বিরাজ করছে।


পত্রিকাটির একজন সিনিয়র সাংবাদিক জানান, দৈনিকটি বন্ধ ঘোষণার বিষয়ে কদিন আগেই সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তাদের জানিয়ে দেন মালিকপক্ষ।এ বিষয়টি নিয়ে রোববার সাংবাদিকরা সভা করেন। সেখানে সিদ্ধান্ত হয় তাদের দেনা-পাওনা বুঝিয়ে দেয়ার পরেই পত্রিকা বন্ধ করা যাবে, অন্যথায় নয়।


রবিবার রাতে যথারীতি কাজ হয় এবং আজ পত্রিকা প্রকাশিতও হয়েছে। কিন্তু রবিবার রাতে কাজ করে সাংবাদিকরা চলে যাওয়ার পর মালিকপক্ষ সার্ভারের হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।


আজ আর পত্রিকাতে কোনো কাজ হচ্ছে না। সকাল থেকেই সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা অফিসে জড়ো হয়েছেন। তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাহী সম্পাদক ফজলুল বারীকে ঘেরাও করে রেখেছেন।


সবুজ উদ্যোগ লিমিটেড নামে একটি কোম্পানির অধীনে অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি প্রকাশিত হচ্ছিল। এই কোম্পানির চেয়ারম্যান আর এ কে গ্রুপের আনোয়ারুল জামান। প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম রয়েছে শিল্পপতি আব্দুল হকের। তিনি বাংলাভিশন টেলিভিশন চ্যানেলেরও চেয়ারম্যান।  অর্থনীতি প্রতিদিন পত্রিকাটি ২০১২ সালের ২ ডিসেম্বর বাজারে আসে। ১৪ মাসের মাথায় এসে দৈনিকটি সংকটে পড়লো।


(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এমএম)