logo ১৪ মে ২০২৫
আবুল কালাম আজাদ বাসসর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিযুক্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৪ ২১:৪২:৩৯
image

ঢাকা: সরকার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ করেছে।


সোমবার জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সচিব পদমর্যাদায় আবুল কালাম আজাদকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়েছে।


সাংবাদিক আবুল কালাম আজাদ ২০০৯-২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দুতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। এরপর তিনি ২০০২ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভনেত্রী ও সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। একটানা দলীয় সভানেত্রীর প্রেস সচিবের দায়িত্ব শেষে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রীর প্রেস সচিব হন তিনি।


শিক্ষাজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়া ’৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।


আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার সাংবাদিকতার জীবন শুরু করেন।


সাংবাদিকতা জীবনে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক-কর্মচারিদের জন্য গঠিত পঞ্চম ওয়েজ বোর্ডেরও সদস্য ছিলেন তিনি।


আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। এছাড়া তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।


তিনি বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ জেলার সভাপতি।