logo ১৪ মে ২০২৫
মানবজমিনের ডেপুটি এডিটর হলেন মনির হায়দার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ফেব্রুয়ারি, ২০১৪ ১৯:০৯:১৫
image


ঢাকা: দৈনিক মানবজমিনের ডেপুটি এডিটর পদে যোগদান করেছেন সাংবাদিক ও বিশ্লেষক মনির হায়দার। ইত্তেফাক থেকে বিদায় নেওয়ার পরপরই তিনি মানবজমিনের সঙ্গে যুক্ত হন বলে জানা গেছে। মনির হায়দার ১৯৯৪ সালে তৎকালীন দৈনিক লালসবুজ পত্রিকায় নিয়মিত সাংবাদিকতা শুরুর পর পর্যায়ক্রমে বেশ কয়েকটি প্রথম সারির সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। খবরের কাগজে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতে নিয়মিত অংশ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক নানা বিষয়ে স্পষ্ট বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষ পরিচিতি রয়েছে তার। টক শো উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি।

জানা যায়, সাম্প্রতিককালে টিভি টক শোতে মুক্ত মতামত প্রদান নিয়ে ইত্তেফাক কর্তৃপক্ষের সঙ্গে তার কিছুটা মতভিন্নতা সৃষ্টি হয়। সর্বশেষ গত ১২ জানুয়ারি মধ্যরাতে একটি টক শোতে অংশ নিয়ে তিনি ৫ জানুয়ারির নির্বাচনের কড়া সমালোচনা করেন। পরদিন ১৩ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন ইত্তেফাকের প্রধান কর্ণধার আনোয়ার হোসেন মঞ্জু। এরপর ওইদিন সন্ধ্যায় কোনো কারণ না দেখিয়েই মনির হায়দারকে ইত্তেফাকের চাকুরি থেকে ইস্তফা দিতে বলা হয়। কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়া তিনি পদত্যাগ করতে রাজি হননি। এরপর ২০ জানুয়ারি তাকে চাকুরিচ্যুতির চিঠি ধরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো সাংবাদিকেরই চাকরির নিশ্চয়তা নেই। যে কোনো মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কে থাকেন প্রতিটি সাংবাদিক। তবে এটাও ঠিক যে, একজন সাংবাদিক যেমন চাকরি থেকে ইস্তফা দেওয়ার অধিকার রাখেন, তেমনি যে কোনো সংবাদপত্র মালিকও ইচ্ছে অনুযায়ী যে কাউকে চাকরিচ্যুত করতে পারেন। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে বড় কথা হলো, জীবন কখনো থেমে থাকে না। ভাগ্যে বিশ্বাসীরা সব সময়ই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটেনি।’

(ঢাকাটাইমস/ ৯ ফেব্রুয়ারি/ এইচএফ/ ১৮.৪৫ঘ.)